উস্কানিমুলক বক্তব্যের জেরে গণধোলাইয়ের শিকার মির্জা আব্বাস | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ

নির্বাচর্নী প্রচারণায় হামলার সময় দলের নেতাকর্মীরা রক্ষা না করলে মরে যেতেন বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুর আড়াইটায় শাহাজানপুরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হামলার প্রতিবাদ জানিয়ে একথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘হামলার সময় দলের নেতাকর্মীরা আমাকে রক্ষা না করলে আমি মরেই যেতাম। আমি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

আওয়ামীলীগ নেতারা বলছেন, সরকার ও ইসিকে নিয়ে উস্কানিমুলক বক্তব্যের জেরে গণধোলাইয়ের শিকার মির্জা আব্বাস।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনা ঘটে।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনী প্রচারণার সময় একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে অন্যদিকে পুলিশ গ্রেপ্তার করছে। হামলায় আমাদের ৬০ জন আহত হয়েছে। পুলিশ আমাদের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের পেটুয়া বাহিনী যুবলীগ ও ছাত্রলীগ পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে আমাদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের রড ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

’ তিনি বলেন, ‘হামলা-মামলা দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে সরানো যাবে না। বিএনপি পলায়নপর হবে না। জনগণ ভোট দেবে, বিএনপি ও ঐক্যফ্রন্টে তার প্রতিফলন ঘটবে। তা না হলে জনগণ বুঝবে সরকার ও নির্বাচন কমিশন জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করছে।’সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি কী করলে আপনারা খুশি হবেন, প্রকাশ্যে বলে দেন। সরকার বলছে বিএনপি নির্বাচন থেকে সরে যেতে চাইছে। আমি বলবো, সরকার বিএনপিকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *