সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহেল পারভেজ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম।
উপজেলা স্কাউটর্সের সাধারন সম্পাদক বিল্লাল হোসাইনের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, এনায়েত উল্যাহ মহিলা কলেজের প্রিন্সিপাল বাবু নিতাই চরণ ভৌমিক ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, সমবায় কর্মকর্তা সিরাজুল হক, সাবেক ডিপুটি কমান্ডার মোহাম্মদ ইসমাঈল, এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির বাদশা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির প্রমূখ ।
#বাংলারদর্পন।