আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৭৯ জন

নিউজ ডেস্কঃ
দল থেকে আজীবন বহিষ্কারের হুশিয়ার সত্ত্বেও আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৭৯ জন। বিরোধী দলের প্রার্থীদের তুলনায় নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলটি খুবই উদ্বিগ্ন বলে জানা গেছে। এ সমস্যা সমাধানে ইতিমধ্যে কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল কাজ শুরু করছে বলে জানা গেছে।
দলের অন্য সদস্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক এবং আরেক মনোনয়নবঞ্চিত আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের আজীবন বহিষ্কারের ঘোষণা দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বারবার একই ঘোষণা দিয়ে আসছেন। তার পরও হাইকমান্ডের নির্দেশ উপেক্ষা করে ৭৯ প্রার্থী ভোটে লড়তে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা।
দলের পরাজয়ে বিদ্রোহী প্রার্থীরাও বড় কারণ হতে পারেন বলে মনে করছেন তারা। তবে যথাযথভাবে বিদ্রোহী প্রার্থী সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন তারা।
এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি টিম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কাজ করবে এবং নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করে কেন্দ্রীয়
Related News

মুজিববর্ষে অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | বাংলারদর্পণ
নিজস্ব প্রতিবেদক : পৃথিবীতে এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একযোগে প্রায় ৭০Read More

অন্ধকার হতে আলোর পথে যাত্রা – হাসিব চৌধুরী
বাঙালি জাতির প্রাণের মানুষ, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তি যুদ্ধের দীর্ঘ ৯ মাসRead More