মোহাম্মদ ইকবাল হোসাঈন :
বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের উদ্যোগে ৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনাগাজী উপজেলা কমিটি ঘোষণা করেন ফেনী জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ’র সভাপতি শাহ্ এমরান ভূঞা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, জেলা প্রযুক্তি লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সোনাগাজী উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ মামুন, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক- মোশারফ হোসেন মিলন চেয়ারম্যান, মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উন্নয়ন তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রচার করে জনমত সৃষ্টি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, ফেনীতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করে আওয়ামীলীগ কে পূনরায় ক্ষমতায় আনতে মাঠে কাজ করার আহ্বান জানান।
মোঃ আজগর হোসেন সভাপতি, মোঃ মোকাম্মেল হোসেন টুইংকেল সাধারন সম্পাদক ও মোঃ দেলোয়ার হোসেন মুন্না কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আগামি ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
কমিটি ঘোষনা শেষে, নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।