নাইম তালুকদার : সুনামগঞ্জ
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরারগাওঁ গ্রামের ব্রীজে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির ঘটনার এক পর্যায়ে জনি মিয়া নামক এক যুবকের ইটের আঘাতে এক যুবক নিহত। নিহতের নাম মোঃ মারুফ মিয়া(২৪)। সে দিরাই পৌর এলাকার ভরারগাঁও গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে।
আজ শনিবার রাত সাড়ে ৯টায় গ্রামের পাশে ব্রীজে ভরারগাঁও গ্রামের জনি মিয়ার সাথে নিহত মারুফ মিয়ার কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে জনি মিয়া ক্ষুদ্ধ হয়ে একটি ইটের টুকরো মারুফের দিকে ছুড়ে মারলে ইটের টুকরোটি মারুফের মাথায় পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে জনির পিতার নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার ওসি মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।