সাতক্ষীরায় ৪টি আসনে ৩টিতে আ’লীগের টিকিট পেলেন যারা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জরিপে সততা ও যোগ্যতার বিচারে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন।

সে ঘোষণা মোতাবেক প্রার্থী হিসাবে সাতক্ষীরা-০২ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,

সাতক্ষীরা-০৩ (আশাশুনি-দেবাহাটা-কালিগঞ্জ একাংশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হক, সাতক্ষীরা-০৪ (শ্যামনগর-কালিগঞ্জ একাংশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এস এম জগলুল হায়দার মনোনীত হয়েছেন। রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ স্ব স্ব আসনে তাদের দলীয় প্রার্থীদের নামে চিঠি পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *