শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : বিএনপি নেতৃত্বাধীন তেইশ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র পক্ষ থেকে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর ০২ আসনে মনোনয়ন নিলেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর অর্থ সম্পাদক ও সাতক্ষীরার স্থানীয় দৈনিক কাফেলা’র স্টাফ রিপোর্টার মোতাহার নেওয়াজ মিনাল। তিনি আধিপত্যবাদ বিরোধী জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধান এঁর দলের পক্ষে মনোনয়ন গ্রহণ করেন।
মোতাহার নেওয়াজ মিনাল জাতীয় গণতান্ত্রিক পার্টি জগপা’র ছাত্র সংগঠন জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আসাদ গেটে অবস্থিত জাগপার কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন গ্রহন করেন। সন্ধ্যায় জাগপার মূখপাত্র আল রাশেদ প্রধানের নিকট মনোনয়ন পত্র জমা দেন। নিপিড়ীত সাতক্ষীরাবাসীর শোষণ থেকে মুক্তি ও অবহেলিত সাতক্ষীরার উন্নয়নের রুপকার হিসাবে জাগপা’র মনোনীত প্রার্থী মোতাহার নেওয়াজকে সাতক্ষীরা বাসী নির্বাচিত করার অপেক্ষেয়। মনোয়নপত্র জমা দেওয়ার প্রাককালে জাগপা’র মূখপাত্র আল রাশেদ প্রধান বলেন, সাতক্ষীরার মানুষের উপর অবৈধ সরকারের দীর্ঘ দিন ধরে দমন, পিড়ন ও নির্যাতনে রুদ্ধশাসে পরিনত হয়েছে। এখন পরিবর্তনের সময় এসেছে। সাতক্ষীরার মাটিতে শান্তির আশ্রয় খুঁজতে জাগপা’র ছায়াতলে আসার আহবান জানান।