নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের সময় পুলিশের গাড়ির ওপর উঠে লাফিয়ে ভাঙচুর করেন হেলমেটধারী এক যুবক। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। অবশেষে হেলমেট পড়া সেই যুবককে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।জানা যায়, হেলমেটধারী ওই যুবকের নাম এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খান। তিনি রাজধানীর একটি ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি।
এ ছাড়া ওই হামলায় অংশ নেওয়া দুই যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ওরফে রবীন।
এর আগে, পুলিশের গাড়িতে দেশলাই দিয়ে যে যুবককে আগুন দিতে দেখা যায়, তাকে শনাক্ত করার দাবি করেন পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস। শাহজালাল খন্দকার নামের ওই যুবক পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানান তিনি।
#বাংলারদর্পন।