মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতিসভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বদিউজ্জামান, এডিএম অনিন্দিতা রায়, ডিডিএলজি শাহ আব্দুল সাদী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী কমিশনার আমিনুল ইসলাম, সহকারী কমিশনার কাস্টমস মোঃ মনিরুল হক সরকার, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আনিসুর রহিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হাসান মশু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ দোলা সাগরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় মহান বিজয় দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *