বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ার সরকারি ডাকটিকেট

নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পৃথক দুটি ডাকটিকেট সরকারিভাবে প্রকাশ করেছে অস্ট্রেলীয় সরকার।

ডাকটিকেটের মূল্য অস্ট্রেলিয়ান মুদ্রায় ১ ডলার নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বিশেষ ডাকটিকেট প্রকাশ করা হয়। অস্ট্রেলিয়া পোস্টের ‘পার্সোনালাইজড স্ট্যাম্প অফার’ প্রকল্পের আওতায় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে এ বিশেষ ডাকটিকেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্যারাম্যাট ক্যাম্পাসের আইন বিভাগের সামনে স্থাপন করা হয় বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার সিডনিতে গ্লোবাল সামিট অফ উইমেন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *