প্রতিমন্ত্রী এমএ মান্নানের সাথে সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সৌজন্য সাক্ষাৎ 

নাঈম তালুকদার :

বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সুনামগঞ্জ ৩ – আসনের এমপি এম এ মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট। আজ শুক্রবার বাদ জুম্মা প্রতিমন্ত্রী বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন,আমি অত্যন্ত আনন্দিত যে এক ঝাক তরুনের দল আমাদের সুনামগঞ্জের নাম দিয়ে সিলেটর মাটিতে সুন্দর একটা সামাজিক সংগঠন গড়ে তুলার জন্য। আমি এই সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই। আর তাদের জন্য সব সময় প্রার্থনা করি তারা যেন প্রত্যেককে মানব সেবায় বিলিয়ে দিতে পারেন। পরে তিনি সংগঠনের বিভিন্ন বিষয়াবলী নিয়ে নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন৷

 

এসময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের উপদেষ্টা মাসুক মিয়া,  পৃষ্ঠপোষক ও  দৈনিক জনতার কন্ঠের উপদেষ্টা  মো.নিজাম উদ্দিন,  সভাপতি আকতার হোসেন,সাধারণ সম্পাদক মাহফুজ আল গালীব,সহ-সম্পাদক আরজান আলী,অর্থ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক,সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *