জয়নাল হাজারী কলেজে দুই বিষয়ে অনার্স কোর্স চালু | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনীতে জয়নাল হাজারী কলেজে দুটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে । বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ড. মো: মনিরুজ্জামান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ।

 

সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রদত্ত ক্ষমতাবলে ও অধিভুক্তি কমিটির সুপারিশ এবং এ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে জয়নাল হাজারী কলেজে ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালুর অনুমোদন দেয়া হয়।২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে ।

 

জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো: আবদুল হালিম জানান, দুটি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন প্রাপ্তির পর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে । এছাড়া অর্থনীতি বিষয়ে অনুমোদনের প্রক্রিয়া রয়েছে ।  এ ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য কলেজ গভর্নিং বডির সভাপতি নিজাম উদ্দিন হাজারী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *