ফেনী প্রতিনিধি : সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত নবাবপুর বিসি লাহা স্কুল মাঠে জনসভাস্থল বক্তৃতা আর শ্লোগানে মুখরিত হচ্ছে। নবাবপুরে মিছিলে মিছিলে আসছে দলীয় নেতাকর্মীরা। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সম্পাদক ও চেয়ারম্যানদের নেতৃত্বে ব্যানার পেস্টুন নিয়ে সভাস্থলে আসছেন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বিকাল ৪টা১৫মিনিটে সভাস্থলে আসেন প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম ও বিশেষ অতিথি নিজাম হাজারী এমপি, জাহান আরা সুরমা এমপিসহ অতিথিবৃন্দ।
উপজেলা অা’লীগের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে অনু্ষ্ঠানে সঞ্চালনা করছেন সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন।
বক্তব্য রেখেছেন, জহির উদ্দিন মাহমুদ- লিপটন , শমী কায়সার, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, সোহেল চৌধুরি, দিদারুল কবির, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক- শেখ আবদুল হালিম, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরি প্রমুখ।