জানে-আলম শেখ : ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানালেন ঠাকুরগাঁও পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন। তিনি প্রতিক্রিয়ায় জানান মেয়র হওয়ার পর হতে গত পৌর নির্বাচনে তার প্রতিদ্বন্দী প্রার্থী জেলা যুবলীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলাও করেন। কিন্তু মামলা বিচারাধীন থাকা অবস্থায় এভাবে সংবাদ সম্মেলন করা আদালত অবমাননা করার শামিল। তিনি আরো বলেন সংবাদ সম্মেলন করে আমাকে হেয় করা হয়েছে। এ জন্য সকলের সাথে পরামর্শ করে ওই যুব মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
গত -২৭ অক্টোবর ২০১৮ইং-সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা সংবাদ সম্মেলন করে যে দাবি করেন তা সম্পূন্ন ভিত্তিহীন এবং বানোয়াট। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি