শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ :
সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘন্টার শ্রমিক ধর্মঘট।
আট দফা দাবিতে চলমান এ ধর্মঘটের কারণে সকাল থেকে সাতক্ষীরার সকল রুটে অভ্যান্তরীণ ও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে পরিবহণ সংকট চরম দূর্ভাগে পড়েছেন সাধারন যাত্রীরা।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম ঠিক থাকলেও আমদানী পন্যবাহী ট্রাক বন্দরে ছেড়ে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও যেতে পারছেনা। এর ফলে ব্যবসায়ীরা বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসায়িশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, এই বন্দর দিয়ে পাথর ও কাচামাল বেশী আমদানী করা হয়। দুই দিনের টানা ধর্মঘট বন্দরে বহু কাঁচামালামাল নষ্ট হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তিনি পরিবহন ধর্মঘট নিষ্পত্তির জন্য যথাযথ কৃর্তপক্ষর হস্তক্ষেপ কামনা করেন।
তবে, পরিবহণ শ্রমিকরা জানান, সড়ক পরিবহণ আইন ২০১৮ সংস্কারসহ শ্রমিকদের ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এ আন্দোলন চালিয়ে যাবেন।