ফেনী প্রতিনিধি :
ফুলগাজীর আলী আজম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার (২৭ অক্টোবর) মুন্সিরহাট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম মাঈন উদ্দিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। সারাবিশ্বের দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হাত মিলিয়ে উন্নয়নের সারথী হয়ে আগামীর ২০২১ ও ২০৪১ সালের বাংলাদেশ গড়বে আজকের তরুণরা। তারুণ্যদীপ্তরাই মুক্তিযুদ্ধের চেতনা, মা-মাটি ও লাল-সবুজের বাংলাদেশকে বিশে^র মাঝে চমকে দিবে। তিনি বলেন, ফেনী অতীতের বদনাম ঘুচিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক সময় সরকারি কর্মকর্তারা ফেনীতে আসতে ভয় পেতো দেশের বাইরেও ফেনীর নাম শুনলে আঁতকে উঠতো। প্রশাসনিক কর্মকর্তা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ ফেনীতে শান্তির সু-বাতাস বইছে।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ফেনী সমিতি সভাপতি ও আলী আজম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ শেখ আব্দুল্লাহ, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যের মাঝে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী, ডিএসবি শাখা কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা মনোয়ার হোসেন সেন্টু, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্থান থেকে আগত দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায়- নির্দিষ্ট সময়ে উভয় পক্ষের কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে ফকিরের খিল একাদশকে হারিয়ে উত্তর শ্রীপুর খালেক মাষ্টার বাড়ী একাদশ জয়লাভ করে।
শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকার চেকসহ ট্রফি ও রানার্স আপ দলকে ৩০ হাজার চেকসহ ট্রফি তুলে দেন।