ফাতানির শরীরে ২০ হাজার মৌমাছি

বাংলার দর্পন আন্তর্জাতিক ডেস্ক:-
সৌদি আরবের একজন মৌমাছি সংগ্রাহক যোহাইর ফাতানি নামের এই ব্যক্তি ৩০ বছরেরও বেশি সময় ধরে মৌমাছি সংগ্রহ করছেন। সম্প্রতি তিনি জানালেন, ২০ হাজার মৌমাছিকে নিজের শরীরে বসতে দেবেন। আর তিনি এমনটিই করবেন শুধুমাত্র বিশ্বরেকর্ড গড়তে চান বলে।
সম্প্রতি মুখমণ্ডলে মৌমাছিসহ দুটি ছবি প্রকাশ পেলে ফাতানি জানান, নতুন এক বিশ্বরেকর্ড গড়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।
ফাতানি বলেন, “মৌমাছির হুল থেকে রেহাই পাওয়ার কিছু কৌশল আয়ত্ত করেছি আমি। আর তা হল, নিজের চেহারায় রানী মৌমাছি বসিয়ে রেখে তিনি অন্য মৌমাছিকে আকৃষ্ট করা। এর ফলে মৌমাছিরা এসে শরীরে বসলেও আমাকে হুল ফুটায় না। ”
তিনি আরও বলেন, “মধু উৎপন্ন হওয়ার ঋতুতে শ্রমিক মৌমাছির জীবনচক্রের মেয়াদ হয়ে থাকে মাত্র ছয় সপ্তাহ। অন্যদিকে রানী মৌমাছি গড়ে ছয় বছর বেঁচে থাকে। “
Related News

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির’ উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন | বাংলারদর্পণ
গোলাম ফারুক >> যুক্তরাজ্যে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি’ উদ্যোগে ভ্যার্চুয়াল অনুষ্ঠান ‘মহান ২১ শে ফেব্রুয়ারি’(২০২১)Read More