হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আয়োজনে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এম এ মাজেদ, ঢাকা :

১৭অক্টোবর বুধবার বিকাল ৪ টায় জাতীয় জাদুঘর, কবি সুফিয়া কামাল মিলনায়তনে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার  সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ।

বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর অাইনজীবী ও  সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী  এ্যাডভোকেট  সাঈদুল হক সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি  ছিলেন চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার ও অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম  হারুন, লেখক জনাবা কবিতা বেগম।

আরও উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা,ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, মিরপুর জোন কেন্দ্রীয় পরিচালক ও সভাপতি  শফিকুল ইসলাম সাইমন, কেন্দ্রীয় রিপোর্টার মাসুদ রানা, গাজীপুর জেলার ভাইস প্রেসিডেন্ট  সুলতান চিশতী খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা থানা সভাপতি  আবুল বাসার  সহ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা মানবাধিকারের উপর  প্রশিক্ষণ কর্মশালার সর্ম্পকে গুরুপ্তপূণ আলোচনা  প্রদান করেন এবং  প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয় ।এর মধ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির স্বাস্থ্য সেবার বিশেষ অবদানের জন্য ডা.মাহতাব হোসাইন মাজেদ সনদ তুলে দেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।      অনুষ্ঠানের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সদস্যগণ কবিতা আবৃতি, গান, ও জাদু খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *