শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ নাশকতা পরিকল্পনা কালে বিএনপি-জামায়াতের ৬ নেতা কর্মীকে আটক করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কুল্যা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে দুটি হাতবোমা।
আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের মৃত আদেক আলী সরদারের ছেলে মোঃ তারিকুল ইসলাম (৪০), মৃত সুলতান মোল্যা ওরফে সন্তোর ছেলে মোঃ ইউনুস আলী মোল্যা (৪৫), হাজীডাঙ্গা গ্রামের মোঃ ছদর উদ্দীন সরদারের ছেলে মোঃ মোজাফফর হোসেন (৩৫),খরিয়াটি গ্রামের মোঃ আঃ সাত্তার গাজীর ছেলে গাজী নুর ইসলাম (৪৯),গোয়ালডাঙ্গা গ্রামের মোঃ সামছুর শিকারীর ছেলে মোঃ বকুল শিকারী (৩৫) ও সরাপপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীন সরদারের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে রিংকু সরদার (৪৫)। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, আশাশুনি থানার বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ৩ টার দিকে আশাশুনি থানাধীন কুল্যা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনা কালে ২ টি অবিস্ফোরিত তাজা হাতবোমা সহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করে। বাকি আসামীরা অন্ধকারে পালাইয়া যায়। ঘটনার সময় আসামীরা পুলিশ লক্ষ্য করে পর পর দুইটি হাতবোমার বিস্ফোরক ঘটনায়। আটককৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতা ০৪(১০)১৮ নং মামলা দায়ের করা হয়েছে।