নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিদ্রোহ করলে তাকে বহিষ্কার করা হবে বলে হুশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদ্রোহ করলেই বহিষ্কার। মশারির মধ্যে মশারি খাটানো চলবে না।শুক্রবার রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এই গণসংযোগের অায়োজন করে মিরপুর, দারুসসালাম ও শাহঅালী থানা অাওয়ামী লীগ।
অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অাওয়ামী লীগে কেউ বিদ্রোহ করলে খবর অাছে। বিদ্রোহ করলেই বহিষ্কার। (নির্বাচনে) একজনকে মনোনয়ন দেওয়া হবে। সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। দলের কারোর বিরুদ্ধে গীবত করা যাবে না। অামাদের বিরোধী বিএনপি, অাওয়ামী লীগ নয়। মশারির মধ্যে মশারি খাটানো চলবে না।