কালিগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর শ্রীপুর বি/এম টেকনিকাল কলেজের আয়োজনে শুক্রবার বিকালে কালিগঞ্জ বঙ্গবন্ধু মূর‌্যালের পাদদেশে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন  উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদ্জ্জুামান। সাবেক পুলিশ কর্মকর্তা সাতক্ষীরা ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটু, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফতেমা ইসলাম রিক্তা, বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মাওঃ শাহাজান প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক খান জাহিদুল ইসলাম বাবু’র সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্বব শেখ আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর শ্রীপুর বি/এম টেকনিকাল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কফিলউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সাংবাদিক, স্থানীয় সুধি ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাজারগ্রাম রহিমপুর জামে‘আ এমদাদিয়া তা‘লীমুল কোরআন মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মোক্কামেল আলহাজ্ব হযরত মাওঃ মোঃ অজিহুর রহমান। দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারুক বিতরন করা হয়। উল্লেখ্য যে, ১৯৪৭ সালে গোপালগঞ্জের টুংগি পাড়ায় শেখ হাসিনা জন্মগ্রহন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। ভাই বোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেহ জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের অন্য অন্য সদস্য ঘাতকদের গুলিতে নিহত হন। ১৯৮১ সালে আওয়ামীলীগের নেতৃত্বে আসেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তার নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামীলীগ। প্রথম বারের মতো প্রধান মন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এর পর ২০০৮ সালে ২য় এবং ২০১৪ সালে ৩য় বারের মতো নির্বাচনে জয়ী হয়ে প্রধান মন্ত্রী হন তিনি। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে দূর্বার গতিতে। বাংলাদেশ বিশ্বের  কাছে উন্নয়নের একটি রোল মডেল। ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশ ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধি বাংলাদেশ হিসাবে পরিচিতি লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *