সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের চর সাহাভীকারী গ্রামের আবুল কাশেমের ছেলে শফিকের রহমান শফিক (৩৪) গত ৪ মাস ধরে নিখোঁজ রয়েছে। ১৪সেপ্টেম্বর সোনাগাজী মডেল থানায় জিডি করেছেন শফিকের স্ত্রী এস নাহার। জিডি নং ১১৪৪। জিডি সুত্রে জানা যায়, শফিক স্বস্ত্রীক ঢাকায় বসবাস করতেন। গত ৪ মাস আগে বাড়ীর উদ্দেশ্যে এসে অার ফেরত যায়নি সে। স্বামীর খোঁজে গ্রামের বাড়ীতে আসলে নাহারকে হত্যার হুমকি দেয় শফিকের বাবা আবুল কাশেম, ভাই সেকান্তর মিয়া, ভাবী লক্ষী ও দুলাভাই সাইফুল ইসলাম। শফিকের স্ত্রী নাহার জানান , শফিকের বিরুদ্ধে ফেনী অাদালতে দুটি মামলা বিচারাধীন ।