নিউজ ডেস্ক :
নরেন্দ্র মোদি বললেন, ‘হাসিনাজী এরপর আপনার সঙ্গে দেখা হবে নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে। আগামী নির্বাচনেও আপনি বিপুল ভোটে বিজয়ী হবেন।’ জবাবে বিনয়ী প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি জনগনের ক্ষমতায়ন বিশ্বাস করি। জনগন যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবো। আমি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি।’ ভারতের প্রধানমন্ত্রী এ পর্যায়ে উচ্ছসিত ভাবে বলেন,‘বাংলাদেশে আপনার বিকল্প নেই। বাংলাদেশকে আপনি নতুন উচ্চতায় নিয়ে গেছেন। জনগন সিদ্ধান্ত নিতে ভুল করে না। বাংলাদেশের আপনাকে প্রয়োজন।’
গতকাল সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই নেতার একান্ত বৈঠক শেষ হয় এসব কথার মধ্য দিয়েই। বিমসটেক সম্মেলনে যোগ দিতে দুই প্রধানমন্ত্রী গতকালই নেপালে যান। সম্মেলনের ফাঁকে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর আসামে সাম্প্রতিক অভিযান নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘এতে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কিছু নেই।’ রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে মোদি জানান। দ্বিপাক্ষিক বৈঠকের শেষে দুই নেতা কয়েক মিনিট একান্ত বৈঠক করেন।