ষড়যন্ত্র করে চলমান উন্নয়ন অগ্রগতি থামানো যাবেনা -ফেনীতে এআইজি মোখলেসুর রহমান

ফেনী প্রতিনিধি :

 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মো. মোখলেসুর রহমান বিপিএম (বার) বলেছেন, মানুষ খুন করে কোন ধর্মের অনুসারি হতে পারেনা।

 

পুলিশ হত্যা করে, জঙ্গী হামলা করে, এদেশে উন্নয়ন অগ্রগতি থামানো যাবেনা । যারা এসব করে তারা দেশের শত্রু, সমাজের শত্রু, এসব মোকাবেলা করে পুলিশ আজ ঘুরে দাঁডিয়েছে। দেশে অপশক্তি আবার যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এ দেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। পুলিশের নিরাপদ সড়ক নিশ্চিত করতে চলমান অভিযান অব্যহত থাকবে। এ ক্ষেত্রে যারা শিথিল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ফেনীর মহিপাল পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে জেলা পুলিশ অফিসার্স মেসে নির্মিতব্য ভবন এর ভিত্তি প্রস্থর স্থাপন ও সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনীর পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সুধীবৃন্দ।

 

উক্ত অফিসার্স মেস নির্মান এর জন্য নিজাম উদ্দিন হাজারী এমপি ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসনকে সাড়ে তের শতক জমি দান করেন। বর্তমানে পুলিশ হেড কোয়াটার টাইপ প্ল্যানে ৬ তলা বিশিষ্ট ভবন ৬ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *