সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী পৌরসভাস্থ বাখরিয়া গ্রামের স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে বৃত্তি প্রদান করেন জনপ্রশাসন পদকপ্রাপ্ত সিনিয়র সহকারি সচিব মাহমুদুল হক আপেল এবং বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক মামুন মাহমুদ।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আকম ইসহাক মিয়ার বাড়ীর দরজায় আলোচনা সভায় অনুৃষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রনেতা হাসান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারি সচিব মাহমুদুল হক আপেল, বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক মামুন মাহমুদ, প্রভাষক কাউছার আলম, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, সাবেক সভাপতি জাবেদ হোসাইন মামুন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সোনাগাজী শাখার সভাপতি আফতাব হোসেন মমিন ভুঞা, কাউন্সিলর মোঃ মোস্তফা, সমাজসেবক মোঃ মিঠু প্রমুখ।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিয়মিত পৃষ্টপোষকতা থাকলে অবহেলিত এসব অঞ্চলে শিক্ষার হার বাড়বে। আগামিতে বৃত্তির পরিধি আরো বাড়ানোর অাশ্বাস দেন পৃষ্টপোষকরা।
#বাংলারদর্পন।