দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির পুলিশ ক্যাম্পে জিটিসি’র টেলিভিশন প্রদান

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দেশের উত্তর অঞ্চলের দিনাজপুরের মধ্যপাড়া পাড়া কঠিন শিলা প্রকল্পের খনির  ঠিকাদারী প্রতিষ্টান জার্মানীয়া-ট্রেস্ট কনসের্টিয়াম (জিটিসি) মধ্যপাড়া পাথর খনির বিশেষ নিরাপত্তার দায়িত্বে  নিয়োজিত আর, আর, এফ পুলিশ ক্যাম্পে বিনোদন ও সংবাদ দেখার সুবিধা দিতে একটি টেলিভিশন প্রদান করেছে।
গত ০৬-০২-২০১৭ ইং তারিখে সোমবার সন্ধায় পাথর খনিতে জিটিসির গেস্ট হাউজে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের বিশেষ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল মোত্তালেব সরকারের কাছে এই টেলিভিশনটি হস্তান্তর করেন জিটিসির মহাব্যবস্থাপক মোঃ জামিল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জিটিসির ম্যানেজার (এডমিন) মোঃ মোস্তাক আহম্মেদ সহ ঠিকাদারী প্রতিষ্টান জার্মানীয়া-ট্রেস্ট কনসের্টিয়াম (জিটিসি’র) অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *