জানে-আলম শেখ : ঢাকা সহ সারা দেশে নির্বিচারে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালিত হয়।
৩ ঘন্টাব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি চলাকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে জেলা উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মসুচি চলাকালে বক্তারা বলেন, সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। অথচ তাদের প্রতি পদে পদে বাঁধা প্রদান করা হচ্ছে, প্রশাসনের নাকের ডগায় সাংবাদিক পেটানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই।
কর্মবিরতি ও অবস্থান কর্মসুচিতে জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে সাংবাদিক নির্যাতন বন্ধে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।