এমদাদ খান, ফেনী :
ফেনীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর দেশ যাত্রা কর্মসূচি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ শে জুলাই সকাল ১০টা ফেনীর কিং অফ কমিউনিটি সেন্টারে দলের সারাদেশের মত ফেনীতে সাংগঠনিক সফরে দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ এর আগমন উপলক্ষে দেশ যাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত, ফুলের শুভেচ্ছা বরনের মধ্যে দিয়ে শুরু হয়। এ সময় ফেনী জেলার (এনডিএম) এর আহব্বায়ক নুরুজ্জামান লিটন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন এর সভাপতি লায়ন নুরুজ্জামান হীরা ,জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন, ফেনী জেলা ( এনডিএম) এর সদস্য সচিব তারেকুল ইসলাম, আরো উপস্হিত ছিলেন ফেনী জেলার এফ আই ফিরুজি, মোশারফ হোসেন, আরিফ হোসেন, , অমিত কুমার শর্মা, নুরুল আলম, আব্দুল মান্নান,ও ছাএ ও যুব আন্দোলনের শহিদ, নাইম,সহ আরো অনেকে।
সভায় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন সচ্ছ ও জবাবদিহিতা মূলক রাজনীতির আর্দশ নিয়ে কাজ করে আর সেজন্যে সবাই আগামী দিনে বাংলাদেশের জনগন (এনডিএম) এর দাওয়াত কবুল করবে। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু অর্থনৈতিক মুক্তি আজো পাইনি , কারণ আমাদের রক্তের সাথে বৈইমানি মিশে আছে। সেই পলাশীর যুদ্ধের মীর জাফর আলীর এক ষড়যন্ত্রে দুইশত বছর গোলাম হয়ে থাকতে হয়েছে। সময় এসেছে পরিবর্তনের আর তাই জাতীয়তাবাদী গনতান্ত্রিত আন্দোলন এর সাথে থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, তারেকুল ইসলাম সদস্য সচিব (এনডিএম) ফেনী। উপস্হাপনায় ছিলেন আরি ফুর রহমান