নিউজ ডেস্ক :
সুষ্ঠু ভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারগণ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। সবার মাঝে নগরীর নতুন অভিভাবক পাওয়ার আনন্দ বিরাজ করছে। নগরীর ১৩৮টি ভোট কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে। প্রিয়জনের সাহায্য নিয়ে অনেক বৃদ্ধরাও এসেছেন ভোট দিতে।
নির্বাচন শুরুর ৪৮ ঘন্টা আগে থেকে রাজশাহী শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। খুলনা ও গাজীপুরের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সারা দেশের নজর এখন রাজশাহী, সিলেট ও বরিশালের দিকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটারগণ তাদের মূল্যবান ভোট দিতে এসেছেন।
রাজশাহী নির্বাচনে দেশের মানুষের পাশাপাশি নজর রয়েছে বিভিন্ন দেশি বিদেশী সাংবাদিক ও নির্বাচনী পর্যবেক্ষক দলের। তারা সকাল থেকেই নগরীর বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করছে। নির্বাচনী পরিবেশ নিয়ে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এক পর্যবেক্ষক সংস্থার সদস্য জানান যে কোনো রকম সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে হচ্ছে নির্বাচন। ভোটারগণ বেশ উৎফুল্লভাবে কেন্দ্রে আসছেন ভোট দিতে। তাদের সাহায্য ও নিরাপত্তার জন্য উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশা করা যাচ্ছে শেষ পর্যন্ত প্রতিটি কেন্দ্রে এরকম শান্তিপূর্ণ অবস্থা অব্যাহত থাকবে।