ঘোড়াঘাটে মরার উপর খাড়ার ঘা

মো;আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট বাস স্ট্যান্ডে সন্ত্রাসী কৃর্তক ছুরিঘাত সজীব চন্দ্র সাহার (৩০) দোকান ঘরটি শক্রবার রাতে চোরেরা টিন কটে মূল্যবান মালমাল চুরি করে নিয়ে গেছে। গত শক্রবার ভোর ৪টার দিকে সিগারেট বাকি না দেওয়ায় দক্ষিণ নয়াপাড়া গ্রামের আরমান ও পশ্চিম নয়াপাড়া গ্রামের শাহীন কতিপয় অপরিচিতি যুবক নিয়ে বাস স্ট্যান্ডের সজীব চন্দ্র সাহার পান দোকানে সিগারেট নেয়। আরমানের পূর্বের বাকি থাকায় দোকানী সজীব চন্দ্র সাহা তাদেরকে আর বাকিতে সিগারেট দিতে অস্বীকার করে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরমান সজীবের পেটে ছুরিঘাত করে। এতে তার পেটের ভূড়ি বের হয়ে যায়। তার চিৎকারে পার্শ্ববর্তী দোকানরী আগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সজীবকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকালেই বাস স্ট্যান্ডের অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে একটি প্রতিবাদ মিছিল করে। এ ব্যাপারে সজীবের পিতা- যতিশ চন্দ্র সাহা বাদী হয়ে শনিবার দিবাগত রাতে এজাহারে দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞানামা আরোও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলা দায়ের পরে শক্রবার রাতেই সজীবের দোকান ঘরটির টিন কেটে মূল্যবান মালামাল গুলি চুরি হয়ে গেছে। এ মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ যেন মরার উপর খাড়ার ঘা।
Related News

ফুলবাড়ীতে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন
রতি কান্ত রায়, কুড়িগ্রাম কুড়িগ্রমের খড়স্রোতা ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্পেরRead More

কুড়িগ্রামে ধরলা ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ধরলা নদীর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।Read More