আন্তর্জাতিক ডেস্কঃ
খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে এসেও ছক্কা হাঁকালেন। দুই যুগ আগে খাদের কিনারা থেকে পাকিস্তানকে তুলে বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা জিতিয়েছিলেন। যৌবনে কাঁপিয়েছেন ক্রিকেটের বাইশ গজ। এবার দেশের মসনদে বসতে যাচ্ছেন ইমরান খান। প্রধানমন্ত্রী হয়ে নেতৃত্ব দিবেন পুরো দেশে।
বুধবার দেশটিতে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলার মধ্যেই জয়োল্লাস শুরু হয়ে গেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) শিবিরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ২৭২টি আসনের মধ্যে ১১১টি আসনে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই। আর নওয়াজ শরীফের দল পিএমএল-এন ৬৮টি আসনে জয়ের পথে। অন্যদিকে, প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পিপিপি ৩৯টি আসনে এগিয়ে। পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোন দলকে এককভাবে ১৩৭টি আসনে জয়লাভ করতে হয়।
এতে দেখা গেছে, ভোটগ্রহণ শেষ হলেও আরেক সমস্যা ভর করছে পাকিস্তানে। কারণ কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হচ্ছে দেশটিতে। সেক্ষেত্রে জোট সরকার আসবে পাকিস্তানে।