ফেনী প্রতিনিধি :
বহুল প্রতীক্ষিত ফেনী জেলা যুবলীগের সভাপতি পদে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন ও সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক করে সম্মেলনের দুই বছর পর ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ। কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাদের জয়জয়কার।
২০মার্চ২০১৮, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় উক্ত কমিটি সম্মেলনের তারিখ হতে পরবর্তী তিন বছর পর্যন্ত কমিটির মেয়াদ বহাল থাকবে।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি পদে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, হারুন অর রশীদ, জানে আলম ভূঁইয়া, রাশেদুল ইসলাম হাজারী রাশেদ, শহিদ উল্লাহ কমিশনার, কামাল মোর্শেদ, নুরুল ইসলাম আজাদ, শহিদুল ইসলাম শহিদান, আহসান হাবীব চৌধুরী, মোস্তাফিজুর রহমান সুমন ও রসুল আহাম্মদ মজুমদার স্বপন, যুগ্ম সম্পাদক পদে রিয়াদ উদ্দিন আহমেদ চৌধুরী রাজীব, শরীফ উল্যাহ ও আব্দুল্লাহ আল জ্যাকব, সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন ডালিম, লুৎফুর রহমান খোকন হাজারী, ইকবাল বাহার ফয়সাল, গোলাম মাওলা ও জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে রিয়াজ উদ্দিন রুবেল, দপ্তর সম্পাদক পদে নিজাম উদ্দিন পাটোয়ারী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে বেলায়েত হোসেন রুবেল, অর্থ সম্পাদক পদে সাইফুদ্দিন জিতু, শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আবদুল মতিন কাউসার, আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, ত্রাণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, সমাজ কল্যাণ সম্পাদক পদে এনায়েত উল্লাহ মুন্না, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরের নবী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন মজুমদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক খুরশিদ আলম, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মরণ চন্দ্র মজুমদার, ক্রীড়া সম্পাদক সজীব হাজারী, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহেদ হোসেন মামুন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তানজিম, মুক্তিযুদ্ধ সম্পাদক শওকত ইমরান হাজারী বিপ্লব, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী লোকমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন সুলতানা লতা, উপ-প্রচার সম্পাদক আবদুল্লাহ হায়দার মিল্কি, উপ-দপ্তর সম্পাদক কপিল উদ্দিন ও রেজাউল করিম।
সহ-সম্পাদক আজিমুর রহমান আজিম, মহিদুল্লাহ মামুন চৌধুরী, সাহাব উদ্দিন, নুরুল করিম শিপন, এস আলম সবুজ, মো. ফরিদ মানিক, নুর উদ্দিন মিলন, মোশাররফ হোসেন মিলন, শহীদ আলম, শাহ আলম (পৌরসভা), জয়নাল আবেদীন, ইকবাল হোসেন সুমন, আবু জাফর সরোয়ার টিটু, মো. মহসিন আল বাশার জুয়েল, হুমায়ুন কবির, নুরের জামান মামুন, নুরুল আফছার কামরুল, গোলাম মোহাম্মদ রব্বানী, একে এম জহিরুল আলম শিবলু ও মোহাম্মদ হানিফ (সদর)।
সদস্য জহিরুল ইসলাম জুয়েল, শাহাদাত হোসেন রিন্টু, নুরুল অাবছার আপন,করিম উল্যাহ আজাদ,রফিকুল ইসলাম ভুঞা, গাজী খালেদ জুয়েল, আজিজুল হক হিরন,নুরুল ইসলাম ভুট্টো, আবুল ফোরকান বুলবুল, এনামুল হক মজুমদার, বিদ্যুত মহাজন, দেলোয়ার হোসেন রিংকু, সাইফুল ইসলাম পাটোয়ারি অাবু সহ মোট ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।