নিউজ ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করতে সিলেট, রাজশাহী, বরিশাল তিন সিটি নির্বাচনেই অংশ নেবে বিএনপি।
গাজীপুর সিটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে দাবি করে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে বিএনপি মহাসচিব আজ বুধবার একথা বলেন।
গাজীপুর নির্বাচনে পরাজিত হলে ৩০ জুলাই অনুষ্ঠেয় তিন সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে গাজীপুর নির্বাচনে ভরাডুবি সত্ত্বেও বিএনপি বাকি নির্বাচনগুলোতে অংশ নেবে একথা নিশ্চিত হওয়া গেল দলটির মহাসচিবের কথায়।