ফেনীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালন | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ফেনীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ ফাহিমের পরিচালনায় এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম,জেলা পরিষদের প্রধান নির্বাহী শারমিন জাহান,৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ খাজা মঈন উদ্দিন মিয়া ,সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম,পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিজানুর রহমান,জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা,এনজিও সংগঠন সবুজ বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি আকবর হোসেন রুপক,সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *