সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে বৌভাতের রাতে নিখোঁজ বরের সন্ধান মিলেছে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার বিকালে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে শেখ ফরিদকে রোববার বিকালে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়।
সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের নিজ বাসা বিসমিল্লাহ ভবনের সামনে থেকে বৌভাতের বর শেখ ফরিদ(২৭) রহস্যজনকভাবে নিঁখোজ হয়েছেন।
এ বিষয়ে বরের ভাই মোহাম্মদ আরিফ বাদি হয়ে রবিবার সকালে সোনাগাজী মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী শেখ ফরিদের সাথে শুক্রবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের জমাদার বাড়ির জসিম উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস সুমির পারিবারিকভাবে বিয়ে হয়। শনিবার দুপুরে স্থানিয় একটি কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠান শেষে নববধূ সহ রাতে পরিবারের সবাইকে নিয়ে বর নিজ বাসাতে অবস্থান করছিলো।
ওই সময় অজ্ঞাত ব্যাক্তির ফোন পেয়ে কিছুক্ষন পর আসছি বলে বাসা থেকে সে বের হয়ে যায়।
রাত ১১ টার পর বাসায় না ফিরলে তার ব্যাবহৃত মুঠোফোনে কল দিলে রিং হলেও রিসিভ না করায় তারা থানাকে বিষয়টি অবহিত করেন। রাতে ফোনটি খোলা থাকলেও রবিবার সকাল থেকে সেটি বন্ধ পাওয়া যায়।
পরিবারের লোকজন তার সাথে কারো বিরোধ নেই বলে জানান। কি কারনে সে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে কারন হিসেবে পরিবারের সদস্যরা কোন কিছু জানাতে পারছেন না।