জানে আলম শেখ ,ঠাকুরগাঁও :ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ভাগ্নেকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে,
নিহত ধরনি বর্মন (৩৮) উপজেলার গোয়ালপাড়া গ্রামের লক্ষ্মীক্ষিন্দ্র বর্মনের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে পেশায় অটোচালক ধরনির লাশ বাড়ি থেকে উদ্ধার করেন তারা।
ধরনি বর্মনের ভাই পারুক বর্মন বলেন, বৃহস্পতিবার দুপুরে মামা বীরেন্দ্র বর্মনের মেয়ের জামাইয়ের সঙ্গে ধরনির কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১২টার দিকে ধরনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মামা।
এরপর বাড়ির পাশের রাধা গোবিন্দ মন্দিরের সামনে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পেটানো হয়।পরে ধরনিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আব্দুল লতিফ বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করে।নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।