নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর, আমি এই দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।’
চলাচলের সময় সবাইকে সাবধানতা অবলম্বন করতে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি আপনারা সবাই আপনজনের সঙ্গে ঈদ পালন করতে নিজ নিজ গ্রামে যাচ্ছেন। নিরাপদে সবাই বাড়ি পৌছান, আপনজনের সাথে ঈদ পালন করে আবার স্ব-স্ব কর্মস্থলে ফিরে আসেন আমি সেই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন। আপনার সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।’
আজ শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করেন।