গাজী মোঃ হানিফ:
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সোনাগাজী উপজেলা শাখার অায়োজনে ১০ জুন রবিবার সোনাগাজী ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার হুমায়ুন কবির সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
বিশেষ অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ন মহা সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিুল হক হিরন, শিক্ষক সমিতির ফেনী জেলা সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ। সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি গাজী মোহাম্মদ হানিফ জনি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, ব্যক্তিবর্গ, ব্যাবসায়ী সহ বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদদৌলা।