নিউজ ডেস্ক :
সিনিয়র সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপ) ড. জাবেদ পাটোয়ারী। ৩জুন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৮২ হাজার টাকা (নির্ধারিত) স্কেলে (সিনিয়র সচিব পদমর্যাদায়) পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে ৩১ জানুয়ারি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাঁদপুর জেলা সদরের মান্দারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ ষষ্ঠ বিসিএস পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক সম্মান এবং প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি বিদেশ থেকে অপরাধ ও পুলিশ ম্যানেজমেন্টসহ উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সুদানে ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কসোভো, সিয়েরালিওন, ক্রোয়েশিয়ায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।