জানে আলম শেখ, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার শহর সহ গ্রাম গঞ্জের হাট বাজারে কলা, কাচা আম, পেপে ও অপরিপক্ক অন্যান্য ফল কেমিক্যাল-তাপ দিয়ে পাকানোয় হচ্ছে এসব ফল।
অসাধু ব্যবসায়ীরা দেদারসে এসব কাজ করে মুনাফা অর্জন করছে। এতে ভোক্তার বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকিও। বাজার ঘুরে ও ফেরি ওয়ালাদের কাছে দেখা যায় কেমিক্যালযুক্ত তাপ দিয়ে কলা, আম, পেপে ও বেল সহ বেশ কিছু ফল ভোক্তার কাছে বিক্রয় করছে। কখনও বেশি দামে আবার কখনও কম দামে। ভোক্তারা জানেন না এ সব ফলে কি যুক্ত আছে। ফলে রং আর আকার দেখে সুস্বাদু ফল মনে করে এসব ফল কিনতে আকৃষ্ট হচ্ছে।
কিন্তু স্থানীয় সচেতন মহল এ নিয়ে ভাবছে না। ফলে খেয়াল খুশি ভাবে অবৈধ পন্থায় ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় বাজার জাতও করছে। কলা, আম, পেপে ও অন্যান্য ফল কেমিক্যাল যুক্ত করিয়ে তাপ দাহ দিয়ে পাকানোর আরতে গিয়ে দেখা যায় কলা তিন দিনে, আম তিন দিনে, পেপে দুই দিনে ও অন্যান ফল পাঁচ দিনে পাকিয়ে ফেলছে। অপরিপক্ক যে কোন ফলই এ ভাবে পাকানো সম্ভব বলে আরত ব্যবসায়ীরা জানান। অনেক ভোক্তাই জানিয়েছেন এ সব ফলে সাধ নেই বরং স্বাস্থ্যের ক্ষতি।
স্থানীয় সুশীল সমাজের লোকজন জানিয়েছেন পৌর শহর সহ গ্রাম গঞ্জের বড় হাট বাজার এলাকায় কেমিক্যালযুক্ত তাপ দিয়ে বিভিন্ন ফল পাকানো হচ্ছে জনপ্রতিনিধি সহ প্রশাসনের নাকের ডগায়। কিন্তু এসব বিষয়ে তাদের কোন নজরদারি নেই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার জানান, কেমিক্যালযুক্ত তাপ দিয়ে ফল পাকানোয় ভোক্তার স্বাস্থ্যের পুরো ঝুঁকি। তাছাড়া এলার্জি, চর্ম রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।