রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ী জেলাকে ইভটিজিং মুক্ত করার লক্ষে পুলিশ সুপার, আসমা সিদ্দিকা মিলির নির্দশে রাজবাড়ী শহর পৌর এলকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইভটিজিং বিরোধী বিলবোর্ড স্থাপন করেছে সদর থানা পুলিশ।
১৯ মে শনিবার রাত ১০টার দিকে রাজবাড়ী সদর থানার ওসি সহ বেস কয়েকজন পুলিশ সদস্যকে এই ইভটিজিং বিরোধী বিলবোর্ব স্থাপন করতে দেখা গেছে।
নারী বান্ধব পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, রাজবাড়ী শহরের ইভটিজিং বেস বেড়ে গেছে। কিছু বখাটের দল। যাদের কাজ হচ্ছে সময় সুযোগ বুঝে স্কুল-কলেজে পড়ুয়া মেয়ে ও নারীদেরকে ইভটিজিং করা।
সাধারণত স্কুল কলেজ, বাজার ঘাট প্রান্তে লোকজনের সমাগম বেশী সেখানে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসব বখাটেদের বিরুদ্ধে জনসচেতনা গড়ে তুলতে, রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে ইভটিজিং বিরোধী বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
তাছাড়াও ঈদ উপলক্ষে বিশেষ একটি টিম কাজ করবে ২৪ঘন্টা। এ বিশেষ টিমের কাজ হচ্ছে বখাটেদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা।
পাশাপাশি বাজারে আগত নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। বাজাজর ও স্কুল কলেজের এই সমস্যার সম্মুখীন হতে পারেন যে কেউ, এমনকি আপনার আপনজন বা কাছের মানুষও।বাজার প্রাঙ্গণে এমন ঘটনার সম্মুখীন হলে তা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।বাজারে আগতদের সহযোগিতার জন্য রয়েছে পুলিশের ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ তারিক কামাল জানান, পুলিশ সুপারের নির্দশনায় শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ইভটিজিং বিরোধী বিলবোর্ড স্থাপন করা হবে। হয়েছে।তিনি শহরের যে কোন এলাকায় ইভিটিজিংকারীর খবর পেলে সাথে সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।