অপহৃত স্কুলছাত্র উদ্ধার | বাংলারদর্পন

সোনাগাজী প্রতিনিধিঃ

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজার থেকে পারভেজ(১৭) নামের এক স্কুলছাত্র অপহরনের দুঘন্টা  পর উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানাপুলিশ।

অপহৃত পারভেজ সোনাপুর রিয়াজ উদ্দিন মাতাব্বর বাডির প্রবাসী দুলালের ছেলে ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদের ভাতিজা,সে স্থানীয় সোনাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

খবর পেয়ে সোনাগাজী থানার এ এস আই ইয়াসিন  সোনাপুর বাজারের পাশের জংগুল থেকে পারভেজ কে উদ্ধার করে।

পারভেজ জানায়,১০ই মে সন্ধ্যা ৭টায় সোনাপুর বাজারে গেলে মুখোশধারী ১০-১৫ জন সন্ত্রাসী তাকে অস্ত্রে মুখে জিম্মি করে বাজারের পাশে চরডুব্বা গ্রামের একটি জংগুলে নিয়ে মারধর করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পারভেজ কে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।

আইয়ুব নবী ফরহাদ জানায়, অপহরণ কারীরা ফেনী ৩ এর এমপির ভাতিজা।এমপি রহিম উল্লাহর সাথে আমার দীর্ঘদিন ঝামেলা চলতেছে তার নির্দেশে আমার ভাতিজাকে সোনাপুর বাজার থেকে প্রকাশ্যে নিয়ে যায়,সময়মত পুলিশ না পৌঁছালে ওরা পারভেজকে খুন করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *