জানে-আলম শেখ : ঠাকুরগাওয়ে কৃষকদের মেয়াদহীন ও নিম্ন মানের ব্রীজ-৬৩ বীজ সরবরাহ করে প্রতারণার অভিযোগে মানব বন্ধনও স্বারক লিপি প্রদান করেন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কৃষকরা ।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক চত্তরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কৃষকরা বরেন্দ্র কর্তৃপক্ষ এর বিরুদ্ধে মেয়াদতীর্ন ও নিম্নমানের বীজ সরবরাহ করে প্রতারণা অভিযোগ করেন । ৫০ জন কৃষকের মাঝে ব্রী ৬৩ বীজ ৩৫ একর জমিতে চাষাবাদ করার জন্য দেয়া হয় । এখন বীজ নিম্নমানের হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে । কৃষকরা জানায় ভাল ফলনের আশায় ধান রোপন করে তারা এখন দিশেহারা । তাই ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষতিপূরণ দাবী করেছে । এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেছে কৃষকরা।
জেলা প্রশাসক আকতারুজ্জামান জানান বিষয়টি বরেন্দ্র চেয়ারম্যান বরাবরে দ্রত জানানো হবে ।