মোঃ মিজান (রাউজান প্রতিনিধি) :
চট্টগ্রামের রাউজানে পবিত্র মেরাজুন্নবী (সা.) ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর বেছাল শরীফ স্মরণে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) বাদে আসর হতে মোহাম্মদপুর ফতেহ্ জামে মসজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২ নং মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপনায় মোহাম্মদপুর এলাকা বাসীর উদ্যোগে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ও ফটিকছড়ি নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের উদ্ভীদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো.ফোরকান মিয়া।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, কাগতিয়া এশাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী।
এতে বিশেষ বক্তা ছিলেন, গহিরা এফ.কে জামেউল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহিম হানফি, কাগতিয়া এশাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার শিক্ষার্থী মাওলানা মো. শাহাদাত হোসাইন।
এতে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব ইদ্রিস মিয়া, আলহাজ্ব নুরুল আলম, আলহাজ্ব সেকান্দর মিয়া, মো.আলতাফ হোসেন, মুবিনুল হক, আলহাজ্ব মো. ইব্রাহীম, মো. কামাল উদ্দিন, মো.ইউনুস মিয়া, ব্যাংকার মো.নাজিম উদ্দিন,ইকবাল হোসেন, রবিউল হাসান সুজা (মেম্বার), শাহ জাহান,মঈনুদ্দীন বাহার,ফরহাদ হোসেনসহ প্রমূখ।
মাহফিল শেষে কাগতিয়া আলীয়া গাউছুল আজম শরীফের মহান মোর্শেদ আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল মাননীয় মহান মোর্শেদে আজম (মা.জি.আ) ছাহেবের হায়াতে হীজরি ও বীমার শেফা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।