ফেনী :
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ.কে. শহীদ উল্যাহ্ খােন্দকার ফেনী সদর উপজেলার গােবিন্দপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। ০৮ এপ্রিল কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সভাপতি সহ ম্যানজিং কমিটির অনুমােদন দেয়া হয়। এর আগে ০৫ মার্চ প্রিসাইডিং অফিসার ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সদস্যদের সভায় সর্ব সম্মতিক্রমে শহীদ খােন্দকার সভাপতি নির্বাচিত হন। ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা হলেন দাতা সদস্য দেলােয়ার হােসেন ডালিম, অভিভাবক সদস্য ডা: বাহাউদ্দিন বাবলু, দেলােয়ার হােসেন বাহার, সলিম উল্লাহ খাঁন, এস.এম শরাফত উল্লাহ্ চৌধুরী, মহিলা অভিভাবক সদস্য জাহানারা বেগম, শিক্ষক প্রতিনিধি মাে. নুরুল হুদা, মােজাম্মেল হক, শিল্পী দে, সদস্য সচিব প্রধান শিক্ষক জুলফিকার আলী।
উল্লেখ্য, শহীদ খােন্দকার এ নিয়ে ৫ বার সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি, দাতা সদস্য ও বিদ্যাৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বর্তমানে গােবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য, গােবিন্দপুর আইডিয়াল কিন্ডার গার্টেন এর সভাপতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত আছেন।