‘বন্দুকযুদ্ধে’ ‘চরমপন্থী’ নেতা নিহত | বাংলারদর্পন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদ্দুস ওরফে সাগর (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কয়া এলাকার গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে।

র্যাবের দাবি, নিহত কুদ্দুস নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার সদস্য। তিনি রাজবাড়ী জেলার উড়াকান্দা গ্রামের মৃত তারক আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

কুষ্টিয়া র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ওই এলাকায় একদল সন্ত্রাসী নাশকতার জন্য বৈঠক করছে। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। র্যাব পাল্টা গুলি চালালে এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।

র্যাবের এই কর্মকর্তা আরও জানান, বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র্যাবের এএসআই তহুরুল ইসলাম, কনস্টেবল রশিদুল আলম আহত হয়েছেন বলে জানিয়েছেন মুহাইমিনুল হক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *