নিউজ ডেস্ক : র্যাব -১২, পাবনা কর্তৃক চাঞ্চল্যকর চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।
কিছু দুস্কৃতি চক্র সামাজিক যোাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের পরিকল্পনা করছে। র্যাব-১২ পাবনা কর্তৃক এমন একটি প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানাযায়, পাবনা ক্যাম্পেরএকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য মোঃ মাহফুজুর রহমান (১৫), পিতা- মোঃ আবুল কালাম শেখ, সাং ভিটবিলা, থানা – সুজানগর, জেলা- পাবনাকে তার নিজ বাড়ি হতে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ব্যবহৃত মোবাইল ফোন সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে, সে তার ব্যবহৃত মোবাইলে “হোয়াটস্ এ্যাপস্” এবং ফেসবুকে “প্রশ্ন” নামে একটি আইডির মাধ্যমে গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে প্রশ্নপত্র বিতরন ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের মিথ্যা আশ্বাস প্রদান করে। সে জিজ্ঞাসাবাদে আরও জানায়, গত এসএসসি -২০১৮ পরীক্ষায় পরীক্ষার্থীদের নিকট হতে ফলাফল পরিবর্তনের কথা বলে টাকা গ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের নিকট ভূয়া প্রশ্নপত্র প্রদানের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া ও রাস্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।