সোনাগাজীর বগাদানায় মঙ্গলবার বিকেলে এক কলেজ ছাত্রীকে জোরপুর্বক অপহরন করেছে অামিনুল ইসলাম কালা মানিক নামে এক বখাটে। সে তাকিয়া বাজারস্থ লাকড়ী বিক্রেতা রুস্তম অালির ছেলে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মুমিনুল ইসলাম বাদি হয়ে মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
মুমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৩টায় পাইকপাড়াস্থ তার বাড়ী (অাজিজ মেম্বার বাড়ী) থেকে জোরপুর্বক তুলে নিয়ে যায় মানিক ও তার সহযোগিরা। তার মেয়ে তাকিয়া বাজার অালিম মাদ্রাসার ছাত্রী।
banglardarpan.com