বিপ্লবী বাঙালী
——————–মোঃ শিপন
খুশিতে যখন তোদের নর্তকির নাচ দেখে
কাটতো সারা রাত,
ভাবতিস বাঙ্গালী আমাদের সাথে
কি লড়বে খেয়ে নুন ভাত।
ভেবেছিলে অস্ত্রেমাত হবে বাঙালী
অনার্য খর্বদেহ,
কিন্তু কি ঘটবে পরে মুর্খের দলেরা
চিন্তা করিসনি কেহ।
কত লাঞ্ছনা দিয়েছিলি আমদের
করিনি কোনো প্রতিরোধ,
আর সহ্য হচ্ছেনা তাই ভেবেছি
নিবো এবার প্রতিশোধ।
দিসনি কিছু খাইতে আমাদের
দিসনি ঘুমাতে রাতে,
বাধ্য করেছিস ছেড়ে দিতে কলম
তাই গ্রেনেড নিয়েছি হাতে।
ছিনিয়ে নিয়েছি স্বাধীনতা আমরা
নয়মাস যুদ্ধ শেষে,
আজো আছে সেই স্মৃতি বাঙালী
জাতির বুকে মিশে।
প্রতি বছর এমন দিনে গায় যখন
বিজয়ের সেই প্রিয় গান,
খুশিতে যেন আত্মহারা ষোল কোটি
বীর বাঙালীর প্রাণ।