খ্যাতিমান কণ্ঠ শিল্পী ও অভিনেতা ফারদিনের আজ জন্মদিন 

 

রাজবাড়ী :

আজ জনপ্রিয় সংগীত শিল্পী, অভিনেতা ও উদিয়মান কণ্ঠ শিল্পী এবং রাজনীতিবিদ মাসুম বিল্লাল ফারদিনের জম্মদিন।পুরান ঢাকার হাজারীবাগে তার জম্ম। ফারদিন ইতিমধ্যে বেশ কিছু সম্মাননা পেয়েছেন। 

 

বঙ্গবন্ধু এওয়ার্ড, বাবিসাস এওয়ার্ড, শহীদ জিয়াউর রহমান এওয়ার্ড, এশিয়ান কালচারাল জার্নালিস্ট এওয়ার্ড, মিউজিক এওয়ার্ড, টাইমশপ এওয়ার্ড, উত্তরবঙ্গ মিউজিক এসোসিয়েশন এওয়ার্ড সহ আরো বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

 

ফারদিন বলেন আমি একজন গানের মানুষ পাশা-পাশি অভিনয় করছি। এই মার্চ মাসে ফারদিন অভিনিত প্রথম ছবি মুক্তি পাবে গন্তব্য। ফারদিন এর বেশ কিছু গান ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করেছে।

 

সামনে ফারদিনের নতুন একক এলবাম আসছে। আরো বেশকিছু মুভিতেও কাজ করার কথা রয়েছে এই উদীয়মান কণ্ঠ শিল্পী ও অভিনেতার।

 

জন্মদিনে ফারদিন বলেন, আমার জম্মদিন আসলে অইভাবে পালন করার ইচ্ছা নেই। পরিবারের একান্ত ঘনিষ্ঠ মানুষ গুলির সাথে কাটাবো। বাবার কবর জিয়ারত করবো। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কাজ করতে পারি দেশের সেবা করতে পারি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *